শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আমাদের দেশটা অনেক ছোট। তারপরও আমাদের কাছে অনেক বড়। আপনার বাসা যদি হয় বরিশাল আর আমার বাসা যদি হয় পঞ্চগড়। আর আমি যদি উত্তর দেই পঞ্চগড়ের ABC পলিটেকনিকে কম খরচে ডিপ্লোমা করা যায়। তবে কি আপনি আমার কথায় ABC তে ডিপ্লোমা করার জন্য বরিশাল থেকে পঞ্চগড়ে আসবেন? তাই আপনাকে আপনার আশেপাশে আগে খোজ করতে হবে। কোথায় অল্প খরচে ডিপ্লোমা করা যায় তা যাচাই করতে হবে। আর তার খোজ করতে হবে আপনার অঞ্চল থেকেই। তবে এটা সত্যি যে সরকারী কোন প্রতিষ্টান থেকেই কম খরচে ডিপ্লোমা করা সম্ভব। আর বেসরকারীতে অবশ্যই খরচ বেশি। আশা করি বুঝতে পেরেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ