Jjjj


Share with your friends

তার একমাত্র উপায় ওখান থেকে চলে যাওয়া।

Talk Doctor Online in Bissoy App
Shawn

Call

এক্ষেত্র পুলিশের সহায়তা নিতে হবে।তাছাড়া উকিলের পরামর্শ নিলে আরো ভাল।আর ছেলে ডিভোর্স দিতে না চাইলে ডিভোর্সের আবেদন চেয়ে মামলা করতে পারে মেয়েটি।ভালো একজন উকিল এক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখবে।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনার প্রশ্ন থেকে বোঝা যায় বিয়েটা হয়েছিল পরিবারের সন্মতিতে  এবং মেয়েটি  তখন পরিবারের মতামতকে প্রাধণ্য দিয়েই বিয়েটা করেছিল। বিয়ে যেহেতু করেছিল তখন মেয়েটি কেন ছেলেটিকে মেনে নিতে পারছে না? তাহলে কি মেযেটা অন্য কাউকে ভালবাসে? মেয়েটি অন্য কাউকে যদি এখনো ভালবাসে তবে এখন তা অবৈধ্ । যেহেতু মেয়েটির স্বামী আছে । স্বামী থাকতে অন্য কোন পূরুষকে ভালবাসা অন্যায় । স্বামী যদি তার স্ত্রীকে মারধর অত্যাচার করে সেক্ষেত্রে স্ত্রী তালাক চােইতে পারে । প্রশ্নে যেহেতু স্বামীর অন্য কোন অত্যোচারের কথা বলা হয় নাই,  বলা হয়েছে  জোরপূর্বক শারিরীক মিলন করে।এটাতে স্বামীর অধিকার স্ত্রীর উপর ( তবে যদি কিনা স্ত্রী অসূস্থ থাকে) ।  স্বামী যদি স্ত্রীকে ডাকে আর স্ত্রী যদি ডাকে সাড়া না দিয়ে অন্য বিছানায় ঘুমায় তার প্রতি আল্লাহর লানদের কথা বলা হয়েছে ।  তবে হাদিসে বলা হয়েছে স্ত্রী যদি স্বামী থেকে আল্লাহ্‌র পানাহ চাইলে আল্লাহর নামের তা’যীম করে তাকে তা দেওয়া ওয়াজেব। মহানবী (সঃ) বলেছেন, “কেউ আল্লহর আশ্রয় প্রার্থনা করলে, তাকে আশ্রয় দাও। আর যে আল্লাহ্‌র নামে যাঞ্চা  করবে, তাকে দান কর।”(আবূ দাঊদ, নাসাঈ) তার এক স্ত্রী তার নিকট আল্লাহ্‌র পানাহ চাইলে তিনি বলেছিলেন, ‘তুমি বিশাল সত্তার পানাহ চেয়েছ। সুতরাং তুমি তোমার মায়ের বাড়ী চলে যাও।’ ৫৮৮ (বুখারী ৫২৫৪ নং) এখন বিষয়টি কোন পরিস্থিতির উপর এখন তা দেখার বিষয় ।  তাই মেয়েটিকে বলবো আপনি ধৈর্য ধরুন এবং বদলা নেওয়া থেকে দূরে থাকুন।বাবা মা চেয়েছেন তাই তাদের পছন্দ মতো বিয়ে দিয়েছেন । এ কথা মেনে নিতে পারলে সুখ শান্তির বাগানে আবার বসন্ত ফিরে আসবে।

Talk Doctor Online in Bissoy App
aloha

Call

প্রথমে থানায় জিডি করুন।এরপর কোনো উকিলের সহায়তা নিয়ে ডিভোর্স দিতে পারবেন খুব সহজেই,যদি ঘটনাটা সত্যি হয়।

Talk Doctor Online in Bissoy App