শেয়ার করুন বন্ধুর সাথে

image

বিন্দুটি যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত তাই কোন ১২০° হবে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

কার্তেসীয় স্থানাঙ্ক (x,y)থেকে পোলার স্থানাঙ্ক বের করা যায়।অনুরূপভাবে পোলার স্থানাঙ্ক থেকেও কার্তেসীয় স্থানাঙ্ক বের করা যায়। যেহেতু আপনি পোলার স্থানাঙ্ক জানতে চেয়েছেন তার মানে (-1,√3) অবশ্যই কার্তেসীয় স্থানাঙ্ক।  আমারা জানি,  কার্তসীয় স্থানাঙ্ক ((x,y) = (-1,√3)     সুতরাং,  x= -1,  y= √3       পোলার স্থানাঙ্ক হতে আমরা জানি ,  r^2 =x^2+y^2          =(-1)^2 +(√3)^2                  =1+3         =4 আবার  tan‌@ = y/x     [এখানে @ দ্বারা থিটাকে বোঝানো হয়েছে ]              =√3/(-1)             = - √3 বা tan@ = tan 120° বা @ = 120°  অতএ, পোলার স্থানাঙ্ক হবে (4,120°)   উল্লেখ্য যে পোলার স্থানাঙ্ক বলতে (r,@)  মান বের করবে হবে।  আর কার্তসীয়  বললে (x,y) এর মানকে বোঝানো হয়।      

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ