আমি জাতীয় বিশ্ব-বিদ্যালয় ভত্তি হয়েছিলাম, কিন্তু কোন ক্লাশ করি নাই, 
অসুস্থ থাকার কারনে ফাইনাল পরিক্ষ্যা দিতে পারি নাই, এখন আমি সেনাবাহিনি তে যোগ দিবো,
তারা আমার অরজিনিয়াল মার্ক-শিট চাইচ্ছে, যা ভার্সিটি তে, এখন কি আমি চাইলে আমার মার্ক শিট গুলো তারা দিবে, নাকি ৪বছর এর টাকা দিয়ে নিতে হবে ??? 

শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আমি যতটুকু জানি চাইলে তারা ফটোকপি দেয় । কিন্তু মূল মার্কশীট দিবে কিনা এটা একান্তই কলেজ কর্তৃপক্ষর উপর নির্ভর করে । আপনি আপনার কলেজের অফিসে এ ব্যাপারে যোগাযোগ করুন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ