শেয়ার করুন বন্ধুর সাথে

স্বয়ংক্রিয় নিকাশঘর সেবা(ACH-Automated Clearing House service)এমন একটা সমন্বিত ইলেকট্রনিক সেবা পদ্ধতি যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের পরিশোধগুলো ইলেকট্রনিক উপায়ে সম্পন্ন করা হয়।এতে কাগজী লেনদেন কমে যায় এবং এর সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাজের চাপও কমে যায়।এতে ভুলভ্রান্তির সম্ভাবনা কমে। স্বয়ংক্রিয় নিকাশঘর সেবা পদ্ধতিতে একাধিক প্রতিষ্ঠান নিজেদের মধ্যে একটা ACH সমিতি গড়ে তোলে। যখন সরকার,প্রতিষ্ঠান বা ব্যক্তি কোনো পাওনা আদায়ের জন্য সেই বিষয়টি তৈরি করে সমিতির এর সদস্য প্রতিষ্ঠান এর নিকট পাঠায়,তখন ACH সমিতি প্রেরক প্রতিষ্ঠানের হিসাবকে ক্রেডিট করে এবং সরাসরি পাওনাদারের অ্যাকাউন্টে জমা করে।ACH সমিতির এই প্রেরক প্রতিষ্ঠান/ব্যক্তির হিসাবকে ক্রেডিট এবং পাওনাদারের অ্যাকাউন্টে টাকা জমা করার পদ্ধতিকে স্বয়ংক্রিয় নিকাশঘর সেবায় "ক্রেডিট হিসাব লিপিবদ্ধকরণ" বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ