ইরাকের কথা শুনে আমরা গুলাগুলি,বোমা বা যুদ্ধের কথা ভাবি! আসলে এখন ওসব কমে গেছে। আর তাছাড়া প্রবাসিদের ঐসব এলাকাতে যেতেই দেয়া হয় না। তারপরও সাবধানে থাকতে হয়। সবমিলে অবস্থা ভাল। এবার ভিসাঃ আমার জানা মতে,২বছর এর মেয়াদ থাকে ভিসাতে। তাই যাচাই করে যাওয়া উচিত। আর ক্লিনার ভিসা খারাপ না। যেতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ