Ping এর কাজ কী? ram এর কাজ কী?দুটোর কী একই কাজ? আমার ফোন এর পিং কতও ROM(Not Ram)কত কীভাবে জানবো? আর GPU কী? এবং CPU 4 টা show করছে কেন?
Share with your friends
আমরা অনেকেই ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করি। তিনটি tram এ ব্রডব্যান্ড ইন্টারনেটকে প্রকাশ করা হয়। এগুলো হল:
1. আপলোড স্পিড
2. ডাউনলোড স্পিড
3. পিং [PING]
আপলোড স্পিড, ডাউনলোড স্পিড সম্পর্কে আমরা সবাই মোটামোটি জানি। আজকে PING নিয়ে একটু আলোচনা করবো।
একটা সিগন্যাল পাঠালে তা যত সময়ের মধ্যে আবার প্রেরণকারীর নিকট ফিডব্যাক নিয়ে ফিরে আসে সেই সময়কে PING বলা হয়। এর একক হলো ms [Milli second]. যেমন, আমার ব্রডব্যান্ড লাইনের PING হল 15ms. এর অর্থ হল, 15 মিলি সেকেন্ড এর মধ্যে আমি ব্যাক রেসপন্স পাচ্ছি।
এটি একটি networking utility. ping বড় একটি বিষয়। এখানে সামান্য করে আলোচনা করা হল।
এটা নেটওয়ার্ক টেকনোলজির পরিভাষা। ওয়েব টেকনোলজিতে PING অন্য বিষয়।
Talk Doctor Online in Bissoy App