৬ ভোল্ট ৪.৫ এম্পিয়ারের ৪ টা ব্যাটারি সিরিজ ও প্যারালাল উভয় সংযোগে ব্যাটারির ভোল্টের ও এম্পিয়ারের কি ধরনের পরিবর্তন হবে?একটু বিস্তারিত বুঝিয়ে বলবেন।এতটুকু জানি সিরিজ সংযোগে ভোল্ট বাড়ে এবং প্যারালাল সংযোগে এম্পিয়ার বাড়ে। এই ৪ টা ব্যাটারীর প্যারালাল সংযোগের ক্ষেত্রে কত ভোল্টের কত এম্পিয়ারের চার্জার বা এডাপটর দিয়ে চার্জ দিলে কম সময়ে ফুল চার্জ হবে এবং ব্যাটারিও ভালো থাকবে?
শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি যা জানেন তা সঠিক। আপনি ২ টি ব্যাটারি সিরিজ করুন এবার মনে করুন এটা একটা ১২ ভোল্ট ব্যাটারি আবার অপর ২টিকে সেম করুন। এবার মনে করুন আপনার কাছে ২ টি ১২ ভোল্ট ৪.৫ অ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। এবার দুটোকে প্যারালাল সংযোগ করে ১২ ভোল্ট ৩০০০mah চার্জার দিয়ে চার্জ দিন। ব্যাটারি যদি প্রায় ডিসচার্জ অবস্থায় থাকে তবে পূূূর্ণ চার্জ হতে প্রায় ৩ ঘন্টা সময় নেবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ