Call

কত এম্পেয়ার চার্জার ইউজ করবেন বিষয়টি নির্ভর করে আপনার কত দ্রুত চার্জ করা দরকার তার উপরে ভিত্তি করে। আপনি যদি ৫ এম্পেয়ার চার্জার ইউজ করেন ৯৫ এম্পেয়ার ব্যাটারি চার্জ হতে সময় লাগবে ৯৫ ভাগ ৫=১৯ ঘন্টা আর যদি আরও ফাস্ট চার্জের দরকার হয় আপনি আরও বেশী এম্পেয়ার চার্জার ইউজ করতে পারেন যেমন ১০ এম্পেয়ার চার্জার আরও কম সময়ে প্রায় ১০ ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে। তবে ৯৫/১০০ আম্পেয়ার ব্যাটারির জন্য ১০ এম্পেয়ারের বেশী চার্জার ইউজ করা ঠিক না। আপনি ৬ থেকে ৮ এম্পেয়ার চারজার ইউজ করতে পারেন। এতে ব্যাটারির কোন ক্ষতি হবে না। ফাস্ট চার্জ-জিং ব্যাটারির লংজিবিটি নস্ট করে দেয়। তাই ১০ এপেয়ারের বেশী চারজার ইউজ করা ঠিক হবে না। তবে মনে রাখবেন চার্জার যেন অবশ্যই অটো কাট সিস্টেম হয়। না হলে আপকা ব্যাটারি গে-য়া।


Talk Doctor Online in Bissoy App

১২ ভোল্ট ১০০০০ mah ব্যাটারি ব্যাবহার করতে পারেন।

Talk Doctor Online in Bissoy App