এটি কী ঠিক হবে । আর ঠিক করতে কত টাকা লাগতে পারে । দয়া করে বলুন ।
Share with your friends

ঠিক করতে ১৫০০ থেকে ২০০০ টাকা লাগতে পারে।।

সব থেকে ভালো হয় যদি আপনি ফোনটা কোন স্যামসাং শোরুমে নিয়ে গিয়ে দেখান।। বাইরে কম দাম নিতে পারে তবে অরিজিনাল ডিসপ্লে পাবেন না। তাই শোরুমে দেখান।
Talk Doctor Online in Bissoy App
Call

ঠিক হবে।আর টাকার হিসেব আপনার নিকটস্থ স্যামসং সার্ভিস থেকে জেনে নিবেন।

Talk Doctor Online in Bissoy App
SAkash

Call

প্রথমে সিম লাগিয়ে অন করে কল দিয়ে দেখুন যে কল ঢুকে কিনা যদি কল ঢুকে তাহলে মোবাইল ঠিক আছে । টাচ ও ডিস্প্লের দাম ২৫০০-৩৫০০টাকা স্থান ও মান এর উপর দাম নির্ভর করে আরো বেশীও হতে পারে।

Talk Doctor Online in Bissoy App

হ্যা এইটি ঠিক করা যাবে।Samsung j5 এর Display ও টাচ change করতে কমকরে ১০০০-১৫০০ টাকা লাগবে ।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনার ফোন ঠিক হবে৷ টাচ ডিসপ্লে পরিবর্তন করতে হবে৷ টাচ ডিসপ্লের দাম ৭,৫০০ টাকা। স্যামসাং কেয়ারে যোগাযোগ করুন, ৮,০০০ টাকার ভিতর ঠিক করতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App

জ্বি ঠিক হবে আপনি নিকটতম স্যামসাং কেয়ারে যান তারাই আপনাকে বলে দিবে কতোটাকা লাগবে তবে একজন উল্লেখ করছেন যত টাকার আমার মতে কম লাগবে আশা করি বুঝতে পারবেন..

Talk Doctor Online in Bissoy App