Symphony R20 মোবাইলে কী OTG support করে? আর OTG কী কাজ করে ? ভাই ও বোনেরা দয়া করে বলবেন।
Share with your friends
Call

হ্যা  Symphony R20 ফোনটি  OTG সাপোর্টেড।   ওটিজি কি ? ওটিজি সব্দের পূর্ণ রুপ হল“On The Go”. দুটি ওটিজি সাপোর্টেড ডিভাইসের একটিকে আরেকটির সাথে যুক্ত করে আপনি অনেক ধরণের কাজ করতে পারবেন। উদাহরণ হিসবে উল্লেখ করা যায়, আমরা সাধারণত পিসিকে ইউএসবি হোস্ট হিসেবে ব্যবহার করে এর সাথে বিভিন্ন ফ্ল্যাশ ড্রাইভ, স্মার্টফোন ইত্যাদি কানেক্ট করে থাকি। ওটিজি এর সুবিধা কি কি? সময়ের সাথে সাথে ওটিজি সাপোর্টেড ডিভাইসের সংখ্যা বাড়ছে। মূলত সেই কারণেই এখন অনেক কাজ পিসি ছাড়াই করা যায়। যেমন ওটিজি  সাপোর্ট থাকার কারণে আপনি পিসি ছাড়াই আপনার ক্যামেরার ফটোগুলো খুব সহজে প্রিন্টারে পাঠাতে পারবেন। এছাড়া কী-বোর্ড সহ অন্যান্য ইউএসবি স্টিক এখন খুব সহজেই স্মার্টফোনের সাথে যুক্ত করা যায়।

Talk Doctor Online in Bissoy App

হ্যা OTG সাপোর্ট করে। আর OTG দিয়ে আপনি ফোনে মাউস,পেনড্রাইভ,কিবোর্ড, টিভিকার্ড অন্যের মোবাইল চার্জ দেওয়া ইত্যাদি ব্যবহার করতে পারবেন ।।।

Talk Doctor Online in Bissoy App