শেয়ার করুন বন্ধুর সাথে
Porimolray

Call

আলোক রশ্নি এক স্বচ্ছ মাধ্যম হতে অন্য এক স্বচ্ছ মাধ্যমে তীর্যকভাবে আপতিত হলে মাধ্যম দুটির বিভেদ তলে এর দিক পরিবর্তন হয়। আলোক রশ্নির এই দিক পরিবর্তন হওয়াকেই আলোকের প্রতিসরণ বলে। ***বুঝার জন্য...যে রশ্নি মাধ্যম দুটির বিভেদ তলে আপতিত হয় তাকে আপতিত রশ্নি, রশ্নিটি যে বিন্দুতে আপতিত হয় তাকে আপতন বিন্দু এবং যে রশ্নি দিক পরিবর্তন করে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে তাকে প্রতিসরিত বা প্রতিসৃত রশ্নি বলে।আপতন বিন্দুতে বিভেদতলের উপর অঙ্কিত লম্বকে অভিলম্ব বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ