ওয়ার্কশপ বা ল্যাবরেটরীতে ব্যবহৃত হ্যান্ড টুল্স ব্যতীত অন্য সমস্ত মেশিনারী এবং অ্যাপ্লায়েন্সকে ইকুইপমেন্ট বলে। যেমন বিভিন্ন মিটার, ড্রিল মেশিন গ্রেন্ডিং মেশিন ইত্যাদি।

ইলেকট্রনিক্স কাজে ব্যবহৃত বিভিন্ন কাচামাল যেমন রেজিষ্টর, ডায়ড, ট্রান্জিষ্টর ইত্যাদি।

এক্সসোরিজ মানে মালামাল। যেমন বয়লার এক্সেসোরিজ: ফিড পাম্প, সুপার হিটার, ইকোনোমাইজার, এয়ার প্রতি, হিটার, ড্রাফট ইত্যাদি।
আবার কম্পিউটার এক্সেসরিজ: মাউস, কিবোর্ড, মনিটর ইত্যাদি।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ