aktohin

Call

যীশু খ্রিষ্ট (হযরত ইসা আঃ) এর জন্মের পর থেকে ইংরেজি তারিখ গণনা শুরু করা হয়। এই জন্য ইংরেজি তারিখের সালকে খ্রিস্টাব্দ বলা হয় (খ্রিষ্ট+অব্দ=খ্রিস্টাব্দ; অব্দ মানে বৎসর)। যেমন, বর্তমানে চলছে ২০১৮সাল। একে ২০১৮ খ্রিস্টাব্দ বলা হবে। আর যীশু খ্রিস্টের জন্মের আগে, তথা ইংরেজি সাল গণনা শুরু করার আগের সময় বা বৎসরকে খ্রিস্টপূর্ব বলা হয়। যেমন, যীশু খ্রিস্টের জন্মের ১০ বৎসর আগের সময়কে খ্রিষ্টপূর্ব ১০ অব্দ বলা হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ