বাংলাদেশে যেকোনো মানসম্মত প্রাইভেট ভার্সিটিতে সাইন্সের সাবজেক্ট পড়তে হলে ভর্তি পরীক্ষা দিতে হয়।


আপনার রেজাল্ট নিয়ে আপনি যেকোনো ১ম শ্রেণীর বেসরকারি বিশ্ববিদ্যালয় এ ভর্তি পরীক্ষা দিতে পারবেন যেমনঃ নর্থ-সাউথ, ব্রাক, ড্যাফোডিল, আহাসানউল্লাহ, ইস্ট-ওয়েস্ট, ইউএপি, এআইইউবি ইত্যাদি।

আমি ব্যাক্তিগতভাবে আপনাকে ড্যাফোডিল এর বদলে এআইইউবি (১ম প্রাধন্য) এবং নর্থ-সাউথ (২য় প্রাধন্য) এর জন্য লক্ষস্থির করে প্রস্তুতি নিতে বলবো।

কারণ পড়ালেখার মান এবং চাকরির ক্ষেত্রে এই দুটির প্রাধন্য এবং মান বেশি। আন্তরজাতিক সনদ এ এআইইউবি  ছাড়া কোনো দেশি বেসরকারি ইউনিভার্সিটি সনদপ্রাপ্ত নয়। এশিয়ার মধ্যে এআইইউবি এর পরে নর্থ-সাউথ এর স্থান ২য় , দেশি প্রাইভেট ভার্সিটির মধ্যে।
Talk Doctor Online in Bissoy App