আমার ছোট ভাই 2 বিষয়ে ফেল করছে।১ টা নরমাল বিষয় আর ১ টা  অপসনাল বিষয় (4th subject)।কিন্তু ওকে এক স্যার বলছে ১ টা নরমাল বিষয়ে এক্সাম দিলে আর pass আসবে কিন্তু 4th subject টা pass করতে হলে না কি সব বিষয় এ এক্সাম দিতে হবে। 
Share with your friends

আপনি ঠিকই শোনেছেন। ঐচ্ছিক বিষয়ে ফেল করলে ২য় বার সে বিষয়ে আর পরীক্ষা দেওয়া যায় না। তাই আপনার ভাই আবশ্যিক যে বিষয়ে ফেল করেছে এখন শুধু সেই বিষয়ে পরীক্ষা দিতে পারবে। তবে আপনার ভাই যদি সব বিষয়ে পরীক্ষা দেয় তাহলে ঐচ্ছিক বিষয়েও পরীক্ষা দিতে পারবে।

Talk Doctor Online in Bissoy App