এখন প্রশ্ন হচ্ছে যে এটার ফলে কি আমার ফোন এ কোনো সমস্যা হবে?
Share with your friends

এটা আপনার ফোনের ব্যাটারি থেকে চার্জ টেনে ফ্যান চালায়।ফলে ফোনের চার্জ দ্রুত শেষ হবে।ফ্যান প্রচুর পরিমাণ চার্জ গ্রহণ করে তাই এটা ফোনের ওটিজি এর মাধ্যমে ব্যবহার না করাই ভাল হবে।স্বাভাবিকভাবে দেখলে এটা ব্যবহারে ফোনে সমস্যা হবার সম্ভাবনা কম।ইলেক্ট্রিক্যালের জিনিস তো কখন,কি কারণে নষ্ট হয় বোঝা মুশকিল।তাই এসব সস্তা চায়না জিনিস দামি স্মার্টফোনের সাথে না ব্যবহার করাই ভাল।তারচেয়ে পাওয়ার ব্যাংক দিয়ে এসব ফ্যান চালানো ভাল হবে।

Talk Doctor Online in Bissoy App