walton primo gf7 সেটটি কেমন হবে কিনলে?৬০০০ এর মধ্যে ভাল কোন সেট থাকলে বলেন।walron,,symphony
Share with your friends
Rana Islam

Call

screen 5.34" Full Vision FWVGA+ 2.5D TN ( 216 ppi) dimension 144 X 70 X 9.7 mm weight 162 gm Memory expandable 64 GB RAM 1 GB ROM 8 GB Processor number of cores 4 core CPU 1.25 GHz GPU Mali T720 Camera primary 5 MP secondary 5 MP Battery capacity 2700mAh Li-ion Connectivity Wi-Fi 802.11 a/b/g/n internet 2G, 3G, 4G USB microUSB v2.0 bluetooth 4.0 Audio radio FM Others sensors Accelerometer, Proximity Sensor, G sensor light sensor. ফোনটির উপরের বর্ণনা অনুসারে এটাই বলতে পারি যে এই ফোনটি তার দামের তুলনায় যথেষ্ট ভালো আমার কাছে মনে হয়েছে কারণ এর price 5999 টাকা। এতে রয়েছে 1gb ram যেটা তার দামের তুলনায় খুবই ভালো এবং এতে রয়েছে 8gb rom থেকে 64 জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে এছাড়াও এতে রয়েছে ফোরজি নেটওয়ার্ক যেটা এই দামের মধ্যে সবচাইতে বেশি আকর্ষণীয় এছাড়াও এর ব্যাটারিটি আমার কাছে মোটামুটি ভালই লেগেছে তো সবকিছু বিবেচনায় ফোনটি এই দামের মধ্যে সবচাইতে বেস্ট হবে।

Talk Doctor Online in Bissoy App

ফোনটার সবই ভালো কিন্তু র‍্যাম মাত্র ১ জিবি। কম র‍্যাম ওয়ালা ফোন ২ মাস যেতে না যেতেই পারফরমেন্স কমাতে থাকবে। এই বাজেটে Maximus Max ৬ (৳৫০০০) কিনতে পারেন। অ্যান্ড্রয়েড মার্সমেলো হলেও র‍্যাম ২ জিবি এবং রম ৮ জিবি। এটা একটা ভালো দিক । অথবা Maximus iX Cube(৳৫৫০০) কিনতে পারেন। এটাও মার্সমেলো কিন্তু র‍্যাম ২ জিবি ও রম ১৬ জিবি ।


কিন্তু লেতেস্ট মডেলের অ্যান্ড্রয়েড চাইলে walton primo gf7  বেস্ট।

Talk Doctor Online in Bissoy App