এডিটিং এর জন্য সবচেয়ে ভালো হবে "সনি ভেগাস প্রো" । এটি প্রফেশনাল ও পার্সোনাল উভয়ক্ষেত্রেই ব্যাবহার যোগ্য। আর যদি আপনার পিসিতে ভালো র‍্যাম ও গ্রাফিক্স কার্ড এবং যথেষ্ট পরিমাণ এইচডিডি থাকে তবে আপনি "অ্যাডোবি আফটার ইফেক্টস" ব্যাবহার করতে পারেন। এই সফটওয়্যারটার সুবিধা হলো এটায় প্রফেশনাল ভিএফএক্স এডিটিং করা সম্ভব কিন্তু এটা ভালো কনফিগারেশনের ডিভাইস ছাড়া চালানো অনুচিত। 

আপনি তাদের ওয়েবসাইট থেকে ফ্রি ট্রায়াল বা পাইরেট করতে পারেন, দোকানে গিয়েও কিনতে পারে, খেয়াল রাখবেন যেন ভার্সন লেটেস্ট হয়।   

আমি দুটো পাইরেট লিংক দিলাম। ইউটরেন্ট দিয়ে ডাউনলোড করে নিন। সেটার ও লিংক দিলাম। যদি টরেন্ট ব্যাবহার না করতে পারেন তবে সেটার জন্য একটি টিউটোরিয়াল এর লিংক দিচ্ছি ^_^   

ভেগাস প্রোঃhttp://kickasstorrents.to/usearch/sony%20vegas%20pro%2015.0/
অ্যাডোবি আফটার ইফেক্টস:http://kickasstorrents.to/usearch/adobe%20after%20effects%20cc%202018/
ইউটরেন্টঃhttps://www.utorrent.com/downloads/win
টিউটোরিয়ালঃ https://www.youtube.com/watch?v=0O52Yy0PZvg   
Talk Doctor Online in Bissoy App