mats/iht এ অাবেদন করলে কি ছবি দেওয়াা লাগে...আমি অাজ অাবেদন করলাম অামার কোন ছবি নেয় নী তো অামী চিন্তায় অাছি ভাই বলেন
শেয়ার করুন বন্ধুর সাথে
limalar

Call

ভালো হবে।  সব গুলোর বিষয়ে আপনাকে ধারনা দেওয়া হলো আশা করি সিদ্ধান্ত নিতে আপনার জন্য সহজ হবে।  বর্তমানে ০৪ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সসমূহ হলো : ১। ডিপ্লোমা ইন ল্যাব মেডিসিন ২। ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি ৩। ডিপ্লোমা ইন ডেন্টিস্ট্রি ৪। ডিপ্লোমা ইন ফিজিওথেরাপী ৫। ডিপ্লোমা ইন রেডিওথেরাপী ৬। ডিপ্লোমা ইন ফার্মেসী **************************************** ১৷ ল্যাবরেটরী মেডিসিন/প্যাথলজী:  রোগীর রোগনির্ণয়েরক্ষেত্রে একজন ল্যাব টেকনোলজিস্ট অত্যন্ত গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে থাকে। যক্ষা, কুষ্ঠ সহ বিভিন্ন মারাত্বক রোগ ল্যাবরেটরী টেকনোলজিস্টরা নির্ণয় করেন। এছাড়া Blood, Urine, Stool, Sputum সহবিভিন্ন প্রকার পরীক্ষায় ল্যাব টেকনোলজিষ্টদের ভূমিকা অনস্বীকার্য। কোর্সশেষ করার পর ল্যাব টেকনোলজিষ্টদের জন্য রয়েছে সরকারীসহ বিভিন্ন বেসরকারী হাসপাতালে কাজের অনবদ্য সুযোগ। ২৷ ফার্মেসি : হেলথ সায়েন্স ও কেমিক্যাল সায়েন্সের ঠিকমাঝামাঝি জায়গায় ফার্মেসি বিষয়টার অবস্থান। এবং এই একটা পেশায় একজন ফার্মেসিস্টেরদায়িত্ব নিয়ম মত ঔষধের ব্যবহার নির্দিষ্ট করা। তাছাড়া ক্লিনিক্যাল প্রাকটিস মেডিসিন রিকিউ এবং ড্রাগ ইনফরমেশনের মত সেবামুলক পেশার মধ্যই পড়ে। ৩৷ ফিজিওথেরাপী : শারিরীকভাবে অক্ষম,দূর্ঘটনা কবলিত ও প্যারালাইসিস রোগিদের ক্ষেত্রে একজন গ্রাজুয়েট ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধায়নে ফিজিওথেরাপী টেকনোলজিস্টগণ বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে থাকেন। এরা সরকারী চাকুরীর পাশাপাশি ব্যক্তিগতভাবে ফিজিওথেরাপী সেন্টারেও কাজকরে থাকেন। ফিজিওথেরাপিস্টগণ যে সমস্ত রোগের Consult করে থাকেন- Stroke, Back Pain, Neek Pain, Posture Problem, Joint or Muscle Pain, Arthritis, Breathing Problem  যেমন Asthma সহ ইত্যাদি। ৪৷ রেডিওথেরাপী:  ঘাতক ব্যাধিক্যান্সারের আক্রান্ত রোগীদের জীবণের স্বাভাবিকতা আনয়নে রেডিওথেরাপীস্টগণ অত্যন্ত গুরুত্বপূর্ন ভূমিকারাখেন। ৫৷ রেডিওগ্রাফী:   এরা বিভিন্ন ধরনের এক্স রে করে থাকেন ৷ যেমন:  X-ray, MRI, CT-Scan ইত্যাদি ৷ ৬৷ ডেন্টিস্ট্রি : মুখ ও দাঁতের বিভিন্ন সমস্যা সমাধানে ডেন্টাল টেকনোলজীস্টগণ গুরুত্বপূর্ণ সেবা প্রদান করেন। তারা প্রধানত দাঁত বাঁধানো, উঠানো, স্কেলিং, ফিলিং, RCT ইত্যাদি করে থাকেন। এরা সরকারি চাকুরির পাশাপাশি ব্যক্তিগতভাবে দন্ত্য চিকিৎসা কেন্দ্র স্থাপন করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ