এন্ডোয়েটের মতো যাতে করে আমি ফোন স্ক্যান করে ভাইরাস মুছে ফেলতে পারি এমন কোন সফটওয়্যার আছে ।থাকলে দয়া করে লিংক দেন।
Share with your friends
AKR

Call

এ ধরনের জাভা এপ্স হয়ত আছে কিন্তু সেগুলো কোন কাজের না।প্রকৃতপক্ষে সেগুলো দিয়ে স্কানও হয়না,ভাইরাস ডিলেটও হয়না।

Talk Doctor Online in Bissoy App

Kespersky antivirus । এই জনপ্রিয় সফটওয়্যারটি কে নাচায় নিজের মোবাইলে ইনষ্টল দিয়ে মোবাইলটি ভাইরাস মুক্ত রাখতে । কিন্তু উপযুক্ত ভার্সনটি খুজে খুজে পাচ্ছেন না হয়তঃ অনেকেই । এটি শুধুমাত্র জাভা java.jar মোবাইলেই কাজ করে ।যারা এটি জানেন না তাদের জন্য প্রযোজ্য । নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন একদম ফ্রিতে।


ডাউনলোড করুন "এখানে"

Talk Doctor Online in Bissoy App
Call

আসলে জাভা মোবাইল ভাইরাস্ আক্রান্ত হওয়ার কোন ভয় নাই। অনেকে সেট একটু স্লো হলে কিংবা ব্রাউজার স্লো হলে ভাইরাসের কারন মনে করেন। সেট মেমোরির অ্যাপস্ গুলো মেমোরি কার্ডে মুভ করে একবার ফ্যাক্টরি সেটিংস দিলে এবং ব্রাউজারের Cache , Input history, cookies, Login record, Browsing history,Traffic Statistic নিয়মিত পরিষ্কার করলে সেটের স্পিড আগের অবস্থানে চলে আসে। তারপরেও যদি একান্ত আক্ষেপ থাকে তাহলে এই অ্যাপটা নিচের লিংক থেকে ডাউনলোড করে দেখতে পারেন। http://f17.wapka-files.com/download/0/c/9/1888509_0c9d95c118b461dc189f2e17.jar/32b993151710c785c208/Memory%2Bup%2BPro%2Bv3.9%2BFull.jar এই অ্যাপটা আপনার মোবাইলের র্যামকে গতিময় করে তুলতে পারে।

Talk Doctor Online in Bissoy App