না, আপনার মধ্যে কোন এইচ আই ভি ভাইরাস নেই। আপনি খুশি মনে সমকামি ইণ্টারকোর্স করতে পারে। শুধু প্রটেকশন মানে কনডম ব্যাবহার করলেই হবে। আমার এক দাদা ওপেনলি বাইসেক্সউয়াল। ও মেরিন ইঞ্জিনিয়ার । ও রেগুলার চেকাপ করে এবং গত ১০ বছর জাবত ওর কোন সমস্যা হয়নি। শুধু কনডম ব্যাবহার করুন, কোন রকম সমস্যায় পরবেন না।     

Talk Doctor Online in Bissoy App
AKR

Call

পরীক্ষায় HIV ভাইরাস পাওয়া গেলে ডাক্তাররা তাকে HIV পজেটিভ হিসেবে শনাক্ত করে। আপনার HIV-নেগেটিভ।সুতরাং আপনার দেহে HIV ভাইরাস নেই।

Talk Doctor Online in Bissoy App
Call

না, যেহেতু টেস্ট করানোর ফলে রেজাল্ট নেগেটিভ আসছে, সেহেতু আপনার শরীরে HIV ভাইরাস থাকার সম্ভাবনা নেই। সুতরাং, আপনি নিশ্চিত থাকুন।

Talk Doctor Online in Bissoy App

যেহেতু টেস্টে নেগেটিভ এসেছে সেহেতু ভয়ের কিছু নেই।

Talk Doctor Online in Bissoy App
Porimolray

Call

আসলে HIV ভাইরাস দেহে প্রবেশের পর কয়েক বছর পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে। এজন্য টেষ্টের কারনে সঠিক রেজাল্ট নাও পাওয়া যেতে পারে। তাই যদিও এখন রেজাল্ট নেগেটিভ তাই কয়েক মাস পর আরেগবার টেষ্ট করান। তাহলে কোন সন্দেহ থাকবে না।

Talk Doctor Online in Bissoy App

আপনার যেহেতু নেগেটিভ আসছে, তাহলে আপনি নিরাপদ। কিন্তু ওই খারাপ পথে আর যাবেন না

Talk Doctor Online in Bissoy App