আস্সালামুআলাইকুম

আমার ৩টা প্রশ্ন:-

১। কত ওয়ার্ডে ১ কেলো হয়?

২। ১ কেলো মটর কত ওমপিআর কারেন্ট লাগে?

৩। মটর সসর্বোচ্ছ কত কেলো পর্যন্ত আছে।



শেয়ার করুন বন্ধুর সাথে

উত্তর : ১/ ১০০০ ওয়াট = ১ কিলো ওয়াট। ২/ ৩ ফেজ মটর হলে "I = P/V×√3×pf" এই সূত্র ধরে হিসেবে করুন। ১ ফেজ হলে I = P/V×pf. (এখানে I = অ্যাম্পপিয়ার,  P = ওয়াট, V = ভোল্ট, Pf = পাওয়ার ফ্যাক্টর। pf এর মান জানা না থাকলে ০.৮০ ধরলেই হবে।) ৩/ এটা সঠিক বলা যাচ্ছেনা। বিঃদ্রঃ মোটরকে ২ ভাবে হিসাব করা হয় যেমন : ১/ কিলোওয়াট এবং ঘোড়া বা হর্স পাওয়ার। এক হর্স পাওয়ার (HP) = ৭৪৬ ওয়াট। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ