Share with your friends
AdAbulHasan

Call

আপনি আপনার কিছু ইনস্টল করা অ্যাপ আনইনস্টল/ডিলিট করে দিন।তার পর ফোন Restart দিন।ঠিক হয়ে যাবে।এর পরেও সমস্য হলে কমেন্টে আসেন।

Talk Doctor Online in Bissoy App
Call

মোবাইল restore দিন ঠিক হয়ে যাবে ।

Talk Doctor Online in Bissoy App
Call

যে app টিতে ঢুকলে মোবাইল হ্যাং হয়ে যায়,সেই app টি হয় তো অাপনার মোবাইলের জন্য উপযুক্ত নয়।যার কারণে এমনটা হচ্ছে।

Talk Doctor Online in Bissoy App
Call
অতিরিক্ত ব্যবহার করার ফলে 
আপনার মোবাইলটি হ্যাং করে



আপনার মোবাইলটি Restart মারুন আশাকরি ঠিক হয়ে যাবে 

Talk Doctor Online in Bissoy App

কাস্টোমার কেয়ারে গিয়ে রিসেট দিন

Talk Doctor Online in Bissoy App

দেখুন আমিও জাভা আইটেল ৫০২০ মডেলটি ব্যবহার করছি প্রায় এক বছর যাবত। আসলে এই ফোন গুলো পরিপূর্ণ জাভা উপযোগী নয়। এতে হাই কুয়ালিটির জাভা এপ গুলো সাপোর্ট করতে চায় না। করলেও খুব স্লো কাজ করে, আর মোবাইল প্রায়ই হ্যাং করে। এ সমস্যা কাটানোর কোন উপায় নাই। আপনার উচিত হলো অপ্রয়োজনীয় এপস গুলো ডিলিট করে দেওয়া। আর প্রয়োজনীর এপস গুলোর মধ্যে সবচেয়ে কম এমবি বিশিষ্ট এপগুলোকে ইনস্টল দেওয়া। আশা করি আপনি  এভাবে আপনার সমস্যাটি কাটিয়ে উঠতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App