Call

সাধারণ বিভাগ থেকে যদি আপনি SSC এবং HSC মিলে ৭.৫০ বা ৮.০০ পান তাহলে আশাকরি আপনি নিশ্চিত করে চান্স পেতে পারেন। আর কম পয়েন্ট থাকলেও চান্স পেতে পারেন যদি নিন্মমানের কলেজে আবেদন করুন তাহলে। আশাকরি বুঝতে পেরেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। যে কলেজে অনার্স অাবেদন করবেন সে কলেজের প্রিন্সিপালও বলতে পারবে না তার কলেজে ইসলামিক স্টাডিজে ভর্তি হওয়ার জন্য সর্বনিম্ন কত পয়েন্ট লাগবে। 


অাপনি ঘুরেফিরে একই প্রশ্ন বারবার করছেন। একটি উদাহরণ দিচ্ছি। উদাহরণটি মনোযোগ দিয়ে পড়ুন।

মনে করুন, আপনিসহ মোট ৭০ জন রহিমপুর সরকারি কলেজে ইসলাসিক স্টাডিজ পড়ার জন্য অাবেদন করেছেন। কিন্তু রহিমপুর  সসরকারি কলেজে ইসলামিক স্টাডিজে সিট অাছে ৫০টি। ৭০ জনকে তো আর ইসলামিক স্টাডিজে ভর্তি করানো যাবে না। বাকি ২০ জনকে বাদ দিতে হবে। এখন বাকি ২০ জনকে কিভাবে বাদ দিবে? এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ এর উপর ভিত্তি করে ৭০ জনের মধ্যে মেধাতালিকা তৈরি করা হবে। যারা মেধাতালিকায় ৭০ জনের মধ্যে ১ থেকে ৫০ এর ভিতরে থাকবে তারা ইসলাসিক ইস্টাডিজে ভর্তি হতে পারবে। অার যারা মেধাতালিকায় ৫১ থেকে ৭০ এর মধ্যে থাকবে তারা ইসলামিক স্টাডিজে ভর্তি হতে পারবে না।
কোন কিছু বুঝতে সমস্যা হলে মন্তব্য করে জানান।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ