খাতা রিভিউ ও টাকার পরিমান। শেষ তারিখ।
Share with your friends
ANNazrul

Call

আপনার খাতাটি নতুন একজন পরীক্ষক দ্বারা দেখা হয় যে নাম্বার যোগ করতে ভুল হইছে কিনা, বা ভুলেই কোন প্রশ্নের উত্তর দেখা বাদ পড়ছে কিনা বা আপনাকে যথাযথ নাম্বার  দেওয়া হয়েছে কিনা ইত্যাদি। এটা হলো খাতা রিভিউ প্রসেস।আর প্রতি সাবজেক্ট  ১২৫ টাকা হারে জমা নেওয়া হয়।আর শেষ তারিখ ১৩ মে ২০১৮।

Talk Doctor Online in Bissoy App

খাতা রিভিউ বলে কিছু শুনি নি।তবে পুনঃনিরীক্ষণ করা যায় যেটাকে আমরা অনেকেই বোর্ড চ্যালেঞ্জ বলে থাকি। মোবাইল থেকেই ফলাফল পুনঃনিরীক্ষণ এর জন্যে আবেদন করতে পারবেন। তার জন্যে যা যা লাগবেঃ টেলিটক সংযোগ সহ একটি মোবাইল ফোন। ( শুধুমাত্র টেলিটক আপারেটর থেকেই ফলাফল পূনঃনিরীক্ষণ সম্ভব কিন্তু যাদের টেলিটক সিম নেই তাদের চিন্তার কিছু নেই, তারাও চাইলে অন্য কারো সিম ব্যাবহার করে অথবা ফলাফল পুনঃমূল্যায়ন এর আবেদন করে এ ধরণের কোন দোকান থেকেও আবেদন করতে পারবেন) মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যাল্যান্স ( প্রতিটি বিষয়ের আবেদনের জন্যে মোবাইল থেকে আবেদন ফি বাবদ ১২৫ টাকা করে কেটে নেওয়া হবে। যে সকল বিষয়ের ২ টি পত্র রয়েছে যেমনঃ বাংলা ও ইংরেজি সে সকল বিষয়ের ক্ষেত্রে একটি বিষয় কোডের বিপরিতে ২ টি পত্রের আবেদন বলে গণ্য হবে। যেমনঃ বাংলা উভয় পত্রের বিষয় কোড ধরা হবে ১০১ এবং ইংরেজি উভয় পত্রের বিষয় কোড ধরা হবে ১০৭। তাই এ ক্ষেত্রে খরচ হবে ২৫০ টাকা ) আপনার সাথে যোগাযোগ এর একটি ব্যাক্তিগত নম্বর (বাংলাদেশের যে কোন অপারেটর এর নম্বর দিতে পারবেন) আবেদন করতে এসএমএস করবেন যেভাবেঃ RSC<স্পেস>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<স্পেস>রোল নম্বর<স্পেস>বিষয় কোড উদাহরণঃ যশোর বোর্ড এর কোন শিক্ষার্থীর রোল নম্বর যদি হয় 259663 তার বাংলার জন্যে আবেদন করতে লিখতে হবে এভাবেঃ RSC<স্পেস>JES<স্পেস>259663<স্পেস>101 এর পর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে। উল্লেখ্য আপনি একটি এসএমএস এ একসাথে একাধিক বিষয়ের জন্যে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কমা (,) দিয়ে বিষয়গুলোর কোড আলাদাভাবে লিখতে হবে। যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের আবেদন করতে হবে এভাবেঃ RSC<স্পেস>JES<স্পেস>259663<স্পেস>101,107 এক্ষেত্রে প্রতিটি বিষয়ের এবং প্রতিটি পত্রের জন্যে ১২৫ টাকা  করে চার্জ করা হবে। ফিরতি এসএমএস এ কত টাকা কেটে নেওয়া হবে জানিয়ে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে। আপনি রাজি থাকলে এর পর মাসেজ অপশন এ গিয়ে লিখবেনঃ RSC<স্পেস>YES<স্পেস>পিন নম্বর<স্পেস>আপনার সাথে যোগাযোগের একটি নম্বর (যে কোন অপারেটর এর) উদাহরণঃ ধরুন ফিরতি এসএমএস এ প্রদত্ত আপনার পিন নম্বর হল 12345 এবং আপনার মোবাইল নম্বর 01913XXXXXX সেক্ষেত্রে আবেদন করবেন এভাবেঃ RSC<স্পেস>YES<স্পেস>12345<স্পেস>01913XXXXXX ব্যাস উপরের প্রক্রিয়াগুলো যদি আপনি সঠিক ভাবে অনুসরণ করে থাকেন তাহলে সফলভাবে আপনার ফলাফল পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

Talk Doctor Online in Bissoy App

আপনি এই লিংক থেকে খাতা পুনঃনিরক্ষন সকল তথ্য অখানে পেয়ে যাবেন     http://teletalk.com.bd/newsDetails.jsp?newsId=44001

Talk Doctor Online in Bissoy App

RSC Three Letter of Board Name Roll Subject Code- Send 16222 Example: RSC DHA 345643 107 প্রতি বিষয়ের জন্য ১২৫ টাকা প্রযোজ্য। একাধিক বিষয় হলে প্রতি বিষয়ের কোর্ডের পরে কমা ব্যবহার করে পর্যায়ক্রমে কোর্ড লিখতে হবে। 

Talk Doctor Online in Bissoy App