অর্থাৎ মডেমে ওয়াইফাই কানেকশন থাকে? আমাদের এলাকায় রবি নেট স্পিড বেশি।এখন বলেন কোন মডেম ভাল হবে?
Share with your friends

আপনি রাউটার ব্যবহার করতে পারেন।কারণ রাউটার দিয়ে তারবিহীন বা তারযুক্ত উভয় ধরনের নেটওয়ার্কের কানেকশন দেওয়া যায়।

Talk Doctor Online in Bissoy App
Call

যেহেতু আপনার এলাকায় রবির নেট খুব স্পীড পায় তাই আপনি রবির মডেম নিতে পারেন অথবা গ্রামিণফোন মডেম (সব সিম-ই চলে)।


আর আপনি উক্ত মডেমগুলো দিয়ে ল্যাপটপ, মোবাইল দুটোই চলবে। মোবাইলে চালানোর জন্য প্রথমেই প্রয়োজন আপনার ফোনে OTG সাপোর্টেড থাকতে হবে। তাহলে আপনি আপনার মোবাইলে ইউএসবি লাইট, ইউসএসবি ফ্যান, মাউস, কীবোর্ড, মডেম.. ইত্যাদি, ইত্যাদি।
Talk Doctor Online in Bissoy App
Call

সকল ধরণের ফোনে মডেম লাগানো যায় না ,মডেম সাধারণত ল্যাপটপ বা পিসির জন্য| আমার মতে আপনার উচিত সিম প্রবেশ করে যে ধরণের রাউটারে সে ধরণের রাউটার ক্রয় করা

Talk Doctor Online in Bissoy App
Call

দুটো অপশন আছে ! ১. রাউটার ২. মডেম -- এখন কথা হলো রাউটার হলে আপনি আরামছে ল্যাপটপ আর ফোন চালাতে পারবেন এতে আপনার নেটওয়ার্ক ও এক লেভেলের মধ্য থাকবে এক কথায় স্পিড ভালো পাবেন এবং মডেম যদি ব্যাবহার করতে চান তো GP মডেম কিনতে পারেন (GP Exclusive Soroom) ! তবে মডেম কিনলে আপার ফোন প্রথমত OTG Support হতে হবে & একটু ঝামেলাও আছে Connected করা !! তাই ডিসিশন আপনার হাতে যে কোনটা কিনবেন -

Talk Doctor Online in Bissoy App