ssc  2018  বাংলা 1st and 2nd part mcq মিলিয়ে ২০ টা পেলে পাস। আমার ১৯ টা হয়েছে। এখন কি আমি পাস করতে পারব?board কি আমাকে ১ মার্ক grace দিবে??আর কোন বিষয়ে ফেল আসবে না যদি এই এই কারণে আমাকে ফেল দেয় তাহলে কি board challenge  করলে লাভ হবে?
Share with your friends

MCQ এ আপনি যে মার্ক পাবেন তাই দেওয়া হয়। এখানে কোনো কম বা বেশি দেওয়ার সুযোগ থাকে না। আপনি ২০ পেলে ২০ই দিবে ১৯ পেলে ১৯ ই দিবে। আর ফলাফলের পর যদি কোনো বিষয়ে ফেল আসে আর আপনি যদি মনে করেন এই বিষয়ে ফেল আসার কথা নয় বোর্ড চ্যালেন্স করতে পারবেন। এতে আপনার লাভ বা ক্ষতি হবে তা তো বলতো পারবো না। চ্যালেন্স এর পর আপনি যদি পাশ করার মার্ক পাওয়ার মতো লিখেন তাহলে পাশ করবেন নতুবা ফেল থাকবে।

Talk Doctor Online in Bissoy App
Rana Islam

Call

দেখুন এই বিষয়টা যদি সৃজনশীল হতো তখন শিক্ষক ১ নাম্বার দিয়ে পাশ করানোর সুযোগ তার থাকতো।কিন্তু বহুনির্বাচনীতে ১ নাম্বার বৃদ্ধির কোনো সুযোগ নেই।

Talk Doctor Online in Bissoy App