আমার প্রশ্ন হচ্চে, LEd বা CFL বাল্ব এর সার্কিট কিবাভে নিজে তৈরী করব? 

এবং কত ওয়াড এর  জন্য কি লাগবে?
ac dc   সার্কিট,,, 

Share with your friends

এটা একএকজন একএক ডিজাইনে করে থাকেন কিন্তু সাবারই টার্গেট একটাই থাকে যে আউটপুট ভোল্টেজ এবং করেন্ট ঠিক আছে কিনা। এখানে অনেক ধরনের কাচামাল ব্যাবহার হয় যেমন রেজিষ্টর, ক্যাপাসিটর, ডায়ড, ট্রান্জিষ্টর ইত্যাদি। কেও আবার সার্কিটকে ছুট করার জন্য আইসি ব্যাবহার করেন। কত ওয়াটের জন্য কি লাগবে তা এইভাবে বলা সম্ভব না। আপনি প্রথমে সার্কিট ডিজাইন করবেন (প্ররয়োজনে অন্য সার্কিটগুলো ফলো করবেন) তারপর PCB ডিজাইন করে তাতে কম্পোনেন্ট (রেজিস্টর, ট্রান্জিষ্টর ইত্যাদি) বসিয়ে সোল্ডারিং করে নিবেন। এমন কিছু ব্যবসা প্রতিষ্টান আছে যারা শুধু PCB তৈরি করে। আপনি  PCB ডিজাইন করে তাদের সাথে যোগাযোগ করুন। 

Talk Doctor Online in Bissoy App