গ্রামাটিকাল সব বিষয়ে জ্ঞান থাকতে হবে। তাহলেই আপনি ভালো পারবেন ।

Talk Doctor Online in Bissoy App
Call

Right form of verb এর জন্য আপনাকে tense এবং verb গুরুত্ব দিয়ে পড়তে হবে। বিশেষ করে tense সম্পর্কে স্পষ্ট ধারনা থাকতে হবে। প্রত্যেক verb এর base form, past form, past participle form এবং verb এর ing form জানতে হবে। তাহলে সহজ হবে।

Talk Doctor Online in Bissoy App
Call

Right form of verbs ইংরেজির সব থেকে একটি গুরুত্ব পূর্ণ বিষয় । বাংলায় ক্রিয়ার কাল অনুযায়ী আমরা যেমন ক্রিয়া ব্যবহার করি ঠিক তেমনি ইংরেজিতে বাক্যের tense অনুযায়ী verb এর সঠিক form বসাকেই right form of verbs বলে । এটি শিখতে হলে আপনাকে আগে ইংরেজির 12 tense জানতে হবে । (মূলত tense 3 প্রকার এই তিন প্রকার আবার 4 ভাগে বিভক্ত এতের একত্রে 12 টি tense বলা হয়) হল 

  1. Present indifinite tense 
  2. Present continous tense 
  3. Present perfect tense 
  4. Present perfect continous tense 
  5. Past indifinite tense
  6. Past continous tense
  7. Past perfect tense 
  8. Past perfect continous tense 
  9. Future indifinite tense 
  10. Future continous tense 
  11. Future perfect tense 
  12. Future perfect continous tense . 
এই 12  tense অনুযায়ী আলাদা আলাদা বাক্য গঠনের গঠন প্রক্রিয়া আছে  । এই প্রক্রিয়া অনুযায়ী verb বসে । তাই আপনাকে এই tense এবং গঠন গুলো জানতে হবে । এরপর জানতে হবে এই tense অনুযায়ী verb এর form . Verb এর form মূলত চার ধরণের হতে পারে যেমন 
  • Present form (example: Eat) 
  • Past form (example: Ate)
  • Past participle form(example: Eaten) 
  • Gerund or (ing) form ( example : Eating) 
আপনাকে এই form গুলো জানতে হবে । আপনি উপরোক্ত সব গুলো জানার পর আপনাকে এই right form of verbs এর রুল বা নিয়ম গুলো জানতে হবে তাহলেই আপনি rights form of verbs করতে পারবেন । হ্যাঁ কিছু অপ্রধান জিনিস ও জানতে হয় যেমন 
  • Conditional 
  • ইত্যাদি । ধন্যবাদ 
Talk Doctor Online in Bissoy App