Call

না নেই।আপনি ফুল পানিতে ভিজিয়ে রাখতে পারেন।এভাবে ফুল 3 ঘন্টা পর্যন্ত ভালো থাকে।কিছুক্ষণ পর পর পানি ছিটিয়ে দিয়ে ভালো রাখতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
না কোন ঔষধ নেই,

তবে হা একটি খাবার আছে যাহা সচরাচর বাংলাদেশে পাওয়া যায় না,
gulshan Pushpo nir য়ে পাবেন যদি তারা বিক্রি করে।

তা ছারা কিছু উপায় আছে ফুল তাজা রাখার জন্য যেমন:



ফুলের ওপর বারবার পানি ছিটানো উচিত নয়। এতে ফুলের পাপড়ি পচে যেতে পারে।
প্রতিদিনই ফুল ছেঁটে দিন ও শুকিয়ে যাওয়া পাপড়িগুলো সরিয়ে ফেলুন। নিয়মিত ফুলের ডাঁটার কিছু অংশ ছেঁটে দিলেও ফুল দীর্ঘদিন তাজা থাকবে।
ফুলের পাতার ওপর জমে থাকা ধুলোবালি নিয়মিত পরিষ্কার করবেন।
ফুলদানিতে ফুল রাখার আগে পানিতে লবণ ও ভিনেগার মিশিয়ে নিন। এতে অনেক দিন ফুল সতেজ থাকবে।
ফুল ভালো রাখার জন্য তিন ভাগ পানিতে এক ভাগ লাইম সোডা মেশান।
ফুলদানির পানিতে চা-পাতা অথবা কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিলে ফুলের উজ্জ্বলতা বজায় থাকবে বেশ কিছুদিন।
ফুলদানিতে কপার কয়েন বা চারকোল টুকরা রাখতে পারেন। এতে ফুল বেশি দিন সতেজ থাকবে।
ফুলদানির পানিতে এক চামচ গ্লুকোজ মিশিয়ে তারপর ফুল ডোবালেও তাজা থাকবে অনেক দিন।
সরাসরি রোদ আসে এমন জায়গায় ফুলসহ ফুলদানি রাখবেন না।
ফুলদানির পানির মধ্যে লিকুইড ক্লোরিন ব্লিচ মিশিয়ে দিন। বেশি দিন তাজা থাকার সঙ্গে সঙ্গে ফুলের রংও উজ্জ্বল থাকবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

মানুষের হাতকে যেমন কেটে সতেজ রাখা সম্ভব না তেমনি ফুলকে কেটে রেখে সতেজ রাখতে পারবেন না আপনি ।পানিতে রেখে সর্বোচ্চ 4 ঘন্টার মতো আপনি একে তাজা রাখতে পারবেন । আমি বলি কি আপনি গাছ টাই লাগায় ফেলেন বহুদিন সতেজ থাকবে আপনার মন ও সতেজ থাকবে । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ