এইচএসসি বাংলা ১ম এমসিকিউ উওর কেউ দিবেন
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

এইচ এস সি ২০১৮ বাংলা ১ম পত্র নৈব্যত্তিক উত্তর পেতে

এই লিংকে যান l

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

১/ চুরি করার প্রয়োজন নেই বলে কারা চুরি করে না? সাধুরা  উদ্দীপকঃ আদিব ও শফিক দুই বন্ধু । আদিব অহংকারী, নির্জীব, পৌরুষশূন্য। ২/ উদ্দীপকে শফিক "অপরাজিতা" গল্পের কোন চরিত্রের প্রতিনিধি? হরিশ  ৩/ কোন কারণে উদ্দীপকের আদিব ও অপরাজিতা গল্পের অনুপম সাদৃশ্যপূর্ণ? I. অহমিকায় ii. নিঃস্পৃহতায় iii. মেরুদন্ডহীনতায় নিচের কোনটি সঠিক? ii & iii  ৪/ "গ্রামের ছেলে গ্রামে বাস করবে।" 'আহবান' গল্পের এ বাক্যে প্রকাশ পেয়েছে গ্রামের প্রতি/উপর – ভালবাসা  ৫/ "মহাজাগতিক কিউরেটর" গল্পে প্রাণের শুরু হয়েছে কোনটি থেকে? ভাইরাস  ৬/ স্বচক্ষে দেখেছ রক্ষঃশ্রেষ্ঠ, পরাক্রম দাসের। নিজেকে "দাস" বলার পেছনে মেঘনাদেব কোন মনোভাবটি ক্রিয়াশীল? বিনয়  ৭/ 'লোক লোকান্তর' কবিতায় " আহত কবির গান " পঙক্তিটিতে কবি আহত কেন? প্রিয়জন হারানোর বেদনায়  উদ্দীপকঃ মামুন, মার্টিন ও শম্ভু তিন সহপাঠী। ঈদ উপলক্ষ্যে মার্টিন মামুনের বাড়িতে যেতে পারলেও শম্ভু যেতে পারে না। ৮/ "আমার পথ" প্রবন্ধ ও উদ্দীপকে উল্লিখিত কোন অভিন্ন কারণে শম্ভু মামুনের বাড়িতে যাওয়া থেকে বিরত থাকে? ধর্মীয় গোঁড়ামি  ৯/ উদ্দীপকে শম্ভুর সাথে "আমার পথ" প্রবন্ধের লেখকের স্বাতন্ত্র্য কীসে? জীবন দর্শনে  ১০/ কোন নদীর কাজল বুকের পলিতে গলিত হেম? সুরমা  ১১/ চাবুকের বাড়ির দিকে নুরুল হুদার আর মনোযোগ দেয়া হয়ে ওঠে না কেন? মুক্তিযোদ্ধাদের সম্পর্কে গভীর ভাবনায়  উদ্দীপকঃ জাতীয় দলের খেলোয়াড় মুন্না তিন বছরের শিশুপুত্রকে হারিয়ে শোকে মুহ্যমান। ১২/ উদ্দীপকের মুন্না "তাহারেই পড়ে মনে" কবিতার কোন চরিত্রের কথা মনে করিয়ে দেয়? কবি  ১৩/ উদ্দীপকে ও 'তাহারেই পড়ে মনে' কবিতা যুগপৎভাবে ফুটে উঠেছে – গ) ii & iii  ১৪/ 'কেন হে পশুরাম, মগজে হানিছ শূল। ' কবি কেন এমন উক্তি করেছেন? ধর্মগ্রন্থ হৃদয়ঙ্গম করতে ব্যর্থ হওয়ায়  ১৫/ সিরাজউদ্দৌলা প্রজাসাধারণের কাছে নিজেকে অপরাধী মনে করার অন্তর্নিহিত কারণ, তিনি – প্রজাদের সুখ-স্বাচ্ছন্দ্যের বিধান করতে পারেন নি  ১৬/ 'ঐকতান' কবিতার কবি অক্ষয় উৎসাহে কি পড়েন? ভ্রমণবৃত্তান্ত  ১৭/ 'লালসালু' উপন্যাসে কোঁচবিদ্ধ হয়ে নিহত হয় কে? ছমিরুদ্দিন  উদ্দীপকঃ ধ্বংস দেখে ভয় কেন তোর? ১৮/ "আঠারো বছর বয়স" কবিতায় উল্লিখিত আঠারো বছর বয়সের কোন বৈশিষ্ট্যটি উদ্দীপকে ফুটে উঠেছে? উদ্দাম  ১৯/ নিচের কোন চরণে উক্ত বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে? এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয়  ২০/ নুসরত শাহের আশরাফপুর শিলালিপি কোন হরফে লেখা? তুঘরা  ২১/ মোতাহের হোসেন চৌধুরী বৃক্ষের জীবনের কোন দুটি জিনিশ উপলব্ধি করার পক্ষপাতী? স্বার্থকতা ও সজীবতা  উদ্দীপকঃ বেচারার একটা বেশ দুঃখ ছিল। ২২/ উদ্দীপকের সৌদামিনীর স্বামীর মধ্যে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মানসিকতা বিদ্যমান? মজিদের  ২৩/ উদ্দীপকে এবং 'লালসালু' উপন্যাসে আমাদের সমাজের কোন অসঙ্গতি বিদ্যমান? পুরুষতান্ত্রিকতা  ২৪/ "দারোগাবাবু" এসে বসে আছেন বাবুর সাথে। " "মাসিপিসি" গল্পের এ বাক্যে প্রকাশ পায় – I,ii & iii ২৫/ "বায়্যান্নর দিনগুলো" রচনার কথকের সত্তায় কী লক্ষ্য করা যায়?  দৃঢ়চেতা মনোভাব  ২৬/ 'ফেব্রয়ারি ১৯৬৯" কবিতায় লক্ষণীয় বিষয় – I,ii & iii  ২৭/ " এই পৃথিবীতে এক স্থান আছে' কবিতায় ধানের গন্ধের মতো অস্ফুট কে? লক্ষীপেঁচা  উদ্দীপকঃ কালাম ভাড়া করা বাড়িতে বসবাস করে। ২৮/ উদ্দীপকের কালামের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রকে তুলে ধরা হয়? মোহনলাল  ২৯/ এরুপ তুলনার কারণ, উভয়েই- I & iii  ৩০/ ' সেই অস্ত্র' কবিতায় কবির কাঙ্ক্ষিত অস্ত্র উত্তোলিত হলে কী খাঁ খাঁ করবে না? ফসলের মাঠ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ইউটিউবে Bagnla 1st paper MCQ solve লিখে সার্চ দাও।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ