Nasir512

Call

দুটোতেই mcq তে সর্বনিম্ন 10 পেতে হবে নাহলে আপনি ফেল করবেন

Talk Doctor Online in Bissoy App

না । আপনি পাশ করতে পারবেন না । কারনঃ বাংলা ১ম ও ২য় উভয় বিষয়ে আলাদা ভাবে পাশ করতে হবে । যেমনঃ নৈর্ব্যক্তিক এ কমপক্ষে ১০ এবং সৃজনশীল এ কমপক্ষে ২৩ পেতে হবে । 

Talk Doctor Online in Bissoy App

Mcq তে আলাদা ভাবে পাশ করা লাগবে। ১০ না পাইলে Mcq তে ফেইল। আর একটা ফেইল করলে টোটাল রেজাল্ট ও ফেইল। অনেক খাতা পরিদর্শক আছেন যারা কিছু ঘর খালি থাকলে 2/4 টা পূরণ করে পাশ করিয়ে দেয়। তাই টেনশন না করে পরবর্তী পরিক্ষা গুলাতে ফোকাস করুন।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি পাশ করতে পারবেন না । আপনাকে নৈবেত্তিক ও লিখিত উভয়ে পাশ করতে হবে ।

Talk Doctor Online in Bissoy App

বর্তমান নিয়ম অনুযায়ি mcq এবং লিখিতে আলাদা ভাবে এবং প্রতিটা সাবজেক্টে আলাদা আলাদা পাশ করতে হয়।আপনি mcq এ সর্বনিম্ন ১০ পেলে পাশ হবেন।যেহেতু আপনি ৮ টা mcq দিয়েছেন সেহেতু আপনার ফেল করার সম্ভবনাই বেশি।

Talk Doctor Online in Bissoy App
live_khan

Call

এইটা নিয়ে এত টেনশন না করে অন্যগুলো ভালো করে দিন।না হয় ঐগুলোউ খারাপ হবে।

Talk Doctor Online in Bissoy App