তিন মাসের কম্পিউটার কোর্সে কি কি শিখায় ? ভিডিও ইডিটিং করতে হলে কি শিখতে হবে ? আর কয় মাসের কোর্স করতে হবে ?
শেয়ার করুন বন্ধুর সাথে

কম্পিউটার কোর্স 3 মাস এবং 6 মাস এবং 1 বছর মেয়াদী বিভিন্ন কোর্স আছে যেমন, মাইক্রোসফট অফিস, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিং ইত্যাদি ।

একেক কোর্সের শিক্ষার ধারাও ভিন্ন । 

আপনি যদি ( মাইক্রোসফট অফিস 3 মাস সময় কাল ) এই কোর্সটি করেন তবে অফিসিয়াল পোগ্রাম যেমন, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট অফিস, পাওয়ার পয়েন্ট ইত্যাদি শেখানো হয় ।

ভিডিও এডিটিং এর কোর্স করলে ভিডিও এডিটিং সম্পর্কে শেখাবে ।

ভিডিও এডিটিং এর কোর্স করতে চাইলে 3 মাসের কোর্সটিই করতে পারেন । সব থেকে বড় কথা হচ্ছে আপনাকে প্রচুর পরিমানে চর্চা করতে হবে । তবেই দ্রুত শিখতে পারবেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

প্রতিষ্ঠান ভেদে আলাদা আলাদা ৩মাস ৬মাস বা ৯মাসের সার্টিফিকেট কোরস করানো হয়। আপনি যদি অফিস ম্যানেজমেন্ট কোরস টি করেন তাহলে আপনাকে ১,অফিস ওয়ার্ড ২.এক্সেল ৩.এক্সেস ৪.পাওয়ার পয়েন্ট ও ইমেইল শিখাতে পারে। আপনি আগে শিওর হয়ে নিবেন আপনার প্রতিষ্ঠান এ কোন কোর্স টি করানো হবে আর সেটার সিলেবাস কি। তাহলেই আপনি সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ