Hasannrand1

Call

আপনি যে সাবজেক্টে ডিপ্লোমা করেছেন সেই সাবজেক্ট বা কাছাকাছি কোন সাবজেক্টে Bsc করলে ভালো হয় | তবে আপনি আপনার সার্টিফিকেট ইন্টারে ট্রান্সফার করে নিলে অন্য সাবজেক্টেও পড়তে পারবেন | আপনি বিশ্বের প্রায় যে কোনো দেশে পড়তে পারবেন | আপনার আর্থিক ও রেসাল্ট এর ওপর ভিত্তি করে প্রথমে দেশ নির্বাচন করবেন | এরপর কয়েকটি ইউনিভার্সিটি নির্বাচন করবেন | এরপর অনলাইনের মাধ্যমে আপনার নির্বাচিত ইউনিভার্সিটি এর ওয়েবসাইটে গিয়ে এপ্লাই করবেন আপনার জিমেইল বা ইয়াহু একাউন্ট দিয়ে | অথবা কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে বিভিন্ন ইউনিভার্সিটির এডমিশনের সার্কুলার দেয় | আপনি চাইলে ওখানে গিয়েও এপ্লাই করতে পারবেন | পছন্দের ইউনিভার্সিটিতে এপ্লাই করতে হলে ইউনিভার্সিটির নাম লিখে গুগল সার্চ দিলেই পাওয়া যাবে | আপনার কিছু তথ্য দিয়ে ফরম পূরণ করলেই হবে |

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ