itel 5231 এ কী ভাবে screenshot নিবো
Share with your friends

দুঃখিত,  itel 5231 এ স্ক্রিনশট নিতে পারবেন না।

Talk Doctor Online in Bissoy App
Call

দুঃখিত Itle 5231 ফোনে স্কিনসট নেওয়া যায়না।

Talk Doctor Online in Bissoy App

আপনার মোবাইলে কোন ভাবেই Screenshot নিতে পারবেন না কারণ আপনার মোবাইল জাভা Supported Screenshot নিতে হলে অ্যান্ড্রয়েড লাগবে

Talk Doctor Online in Bissoy App
Call

কেবল মাত্র android,microsoft,apple,pc তে স্ক্রিনশট নেওয়া যায়।তবে কিছু কিছু জাভা স্ক্রিন টাস সেট আছে,যেগুলোতে স্ক্রিনশট নেওয়া যায়।যেহেতু আপনার মোবাইল উপরের কোনোটিই নয়। তাই আপনার মোবাইলে স্ক্রিনশট নওয়া যাবেনা।

Talk Doctor Online in Bissoy App
Manik Raj

Call

নিচে থেকে  ডাউনলোড  করে নিন সফটওয়্যারটি...

সরাসরি ডাউনলোড লিঙ্ক 

Opera Mini By V Man.Jar 

এবার নিচের Screenshot দেখে কাজ করুন<>

প্রথমে ওপেরা টা ওপেন করুন এবং Menu তে ক্লিক করুন। তারপর Tools এ ক্লিক করুন। তারপর Setting এ ক্লিক করুন। এবার Navitation এ ক্লিক করুন।
image
এখন একেবারে নিচের দিকে যান তারপর দেখতে পারবেন Shortcut নামে অপশন এর নিচে Edit লেখা আছে সেখানে ক্লিক করুন।
image
এখন 44 নাম্বার টা নিচের মতো করে Select করুন।
image
এরপর আপনি #7 চেপে ওকে দিন এবং Save করে দিন।

ব্যস কাজ শেষ এখন আপনি যেখান থেকে Sshot নিবেন সেখানে গিয়ে #7 চাপলেই Sshot উঠে যাবে।

আপনার নেয়া Screenshot গুলো Memory তে ডিরেক্ট Save হয়ে যাবে।

Talk Doctor Online in Bissoy App