amirupu

Call

সব মিথ্যা। দাড়ি প্রাকৃতিক ভাবেই উঠে। এই গুলো নিলে উঠতে পারে তবে আপনার ত্বকের ক্ষতি হবেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আসলে দাড়ি গোজানোটা সম্পূর্নই হরমন এবং বংশগত বৈশিষ্টের উপর নির্ভরশীল। এই দুটোর যে কেনো একটির সমস্যা বা ঘাটতি হলে দাড়ি উঠতে দেরি হয় কারো কারো ক্ষেত্রে আবার গোজায়না(যদিও সেটা সংখ্যায় অতি নগণ্য) এড এর দিকে নজর না দিয়ে একজন ভালো ডাক্তার এর কাছে যান এবং আপনার সমস্যা চিহ্নিত করে সে অনুযায়ী ব্যাবস্থা নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

তৈল বা তৈল জাতীয় দ্রব্য মর্দন করে দাড়ি গজায় না। ঐগুলা ভূয়া। আপনার বংশে যদি দাড়ি থাকে আপনার ও হবে। একজন হরমোন বিশেষজ্ঞ এর পরমর্শ নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Manik Raj

Call

এগুলো যে বিজ্ঞাপণ দিয়ে বিক্রি করা হয় সেগুলো

যে একবারেই ফলাফল শূন্য হয় তেমনটা না।

হ্যাঁ,উপকারে আসে তবে পুরাপুরি না,আংশিকভাবে উপকারে

আসে।এগুলো যদি এতই কার্যকরবিহীন হতো তাহলে

এভাবে বিজ্ঞাপণ দিয়ে বিক্রি করতে পারতো না।

ফেসবুকে লক্ষ্য করলে দেখবেন বিজ্ঞাপণ দেন তাতে নিচে

কমেন্টে জনগণের কথাবার্তা দেখে বুঝা যায় মোটামুটিরকম

কার্যকর। তবে হ্যাঁ,এটা কিন্তু সম্পূর্ণ বংশগত ও হরমোনক

এটার উপর নির্ভর করে।কারো কারো একটু বিলম্বে গজায়

আবার কারো কারো অল্প বয়সে। বয়স যদি ২৪-২৫ থেকে

অতিক্রম করার সত্বেও না গজায় তাহলে এব্যাপারে অবশ্যই

একজন হরমোনক ডাক্তারের শরণাপন্ন হওয়া প্রয়োজন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
MD Sifat

Call

না ভাই মিথ্যা কথা

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ