বেনজোলাইফ ক্রীম মাখুন। এবং নিম ফেসওয়াস মাখুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি নিম্নোক্ত উপায়ে ব্রণের কালো দাগ ও ক্ষত দুর করতে পারবেনঃ

(১)ব্রণের কালো ও ক্ষত দাগের জন্য আপনি সমপরিমাণ লবঙ্গ, তুলসীপাতা, নিমপাতা, পুদিনাপাতা একসঙ্গে পেস্ট করে কিছুক্ষণ লাগিয়ে রাখতে পারেন এতে আপনার মুখের কালো দাগ দুর হয়ে যাবে।
(২) ত্বকের ব্রণের দাগ দূর করতে লবঙ্গ তেল খুব উপকারী। তাই আপনি লবঙ্গ তেল ব্যবহার করতে পারেন।
(৩) মুখের কালো দাগ দূর করার সবচেয়ে সহজ উপায় হল লেবুর রস। লেবুতে ভিটামিন সি আছে এবং এর প্রাকৃতিক ব্লিচিং উপাদান আছে যা ত্বকের কালো দাগ দূর করে থাকে। তাই আপনি প্রতিদিন আপনার মুখে লেবুর রস মাখার অভ্যাস করতে পারেন। এতে আপনার মুখের ব্রণের কালো ও ক্ষত দাগ দুর হয়ে যাবে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

নিয়মিত বেটনোভেট -N দিবেন।প্রথমে ফেশওয়াস দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন,তারপর আলতোভাবে দাগ এর উপর লাগান।২টা ক্রিম ব্যবহার করলে আপনি ভাল ফল পাবেন আমার ব্রণের দাগও চলে গেছে।ক্রিমটি শুধু রাত্রে ব্যবহার করবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Manik Raj

Call

ব্রনের গর্তের দাগ সারানোর জন্য সবচেয়ে সহজ ও কার্যকর সমাধান হচ্ছে ভিটামিন ই তেল। এটি ব্রণের গর্তে যাদুর মত কাজ করে। প্রতিদিন অল্প পরিমাণে ভিটামিন ই তেলের ব্যবহারে আপনার মুখমন্ডল হয়ে উঠবে দাগহীন,উজ্জ্বল। এটি ব্রণের কালো দাগ সারাতেও সাহায্য করে। ভিটামিন ই তেল বাজারে কিনতে পাওয়া যায়। আর না পেলে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করুন। প্রথমে সমস্ত মুখ মন্ডল তেল মুক্ত ফেস ওয়াস দিয়ে পরিষ্কার করে নিন । আরপর একটা পরিষ্কার পিন বা সূঁচ এর সাহায্যে ক্যাপসুলটি ফুটো করে তেল নিঃসরন করুন।  তারপর পরিষ্কার হাত দিয়ে মুখে লাগিয়ে নিন। খুব বেশি তৈলাক্ত ত্বক হলে লাগানোর আধ ঘণ্টা পর টিস্যু পেপার দিয়ে অতিরিক্ত তেল চেপে চেপে তুলে নিন। নয়ত সারা রাত লাগিয়ে রাখতে পারেন। সমস্যা খুব বেশি না হলে সপ্তাহে ২-৩ বার এভাবে করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ