ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করলে সেগুলো মেমোরিতে আসে। এবং নির্ধারিত পরিমান জায়গাও  দখল করে। 

কিন্তু ফাইলগুলো ভিডিও হিসেবে সংরক্ষিত না হয়ে ডাটা ফাইল হিসেবে সংরক্ষন হয়। যা আপনি Android→data→com.google.android.youtube লোকেশনে গেলে দেখতে পারবেন। 

ইউটিউব থেকে ডাউনলোতকৃত ভিডিওগুলো আপনি ততদিন পর্যন্তই দেখতে পারবেন যতদিন মেমোরি কার্ডে সংরক্ষিত ফাইলগুলে ডিলিট না করবেন।

Talk Doctor Online in Bissoy App

আপনি ইউটিউব থেকে ডাউনলোড করা ভিডিও মেমোরি থেকে দেখতে পারবেন না। মেমোরি থেকে দেখতে হলে vidmate বা snaptube থেকে ডাউনলোড করতে হবে। আর ইউটিউব থেকে ডাউনলোড করার পর ৩০ দিন পর্যন্ত দেখতে পারবেন। এর মধ্যে আবার অনলাইন হলে আবার ৩০ দিন দেখতে পারবেন। অর্থাৎ সর্বশেষ নেট কানেকশন অবস্থায় ইউটিউবে ঢোকার ৩০ দিন পর পর্যন্ত দেখতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App