শাওমি রেডমি ৫এ ফোনটিতে ব্যবহৃত হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪২৫ যা একটি পুরাতন চিপসেট এবং কম পাওয়ারফুল । প্রসেসর হিসেবে রয়েছে কোয়াডকোর ১.৪ গিগাহার্জ যা এভারেজ বিবেচনা করা যাই । এতে ৩০০০এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হয়েছে যা ডিসপ্লে, চিপসেট এবং প্রসেসর অনুসারে ভালোই ব্যাকআপ দিবে । এছাড়াও রয়েছে ২ জিবি র‍্যাম ১৬ জিবি রম অথবা ৩ জিবি র‍্যাম ৩২ জিবি রম, ১৩ মেগাপিক্সেল প্রাইমারী এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৫.০" আইপিএস এলসিডি ডিসপ্লে (২৯৩ পিপিআই) যা সন্তোষজনক । আপনি যদি সাধারণ গেমিং, ইন্টারনেট ব্রাউজিং করেন এবং হেভি গেমার না হয়ে থাকেন, তবে এটি কিনতে পারেন । যদি আপনার বাজেট বেশি থাকে তাহলে রেডমি নোট ৪ কিনতে পারেন ১৩৫০০ টাকা দিয়ে । শাওমির কোন ফোনই দুই নাম্বার ফোন নয় । আপনি মি স্টোর থেকে ফোন কিনলে অফিসিয়াল ওয়ারেনটি পাবেন কিন্তু ফোন এর দাম পড়বে অনেক বেশি । অন্যান্য দোকানে কম দামে পাবেন কিন্তু ওয়ারেনটি পাবেন না । তার মানে এই না যে ফোন দুই নাম্বার ।

Talk Doctor Online in Bissoy App