হ্যা এমন করাটা জায়েজ হবে। এবং এমন করাটা মাকরুহও নয়। এমনটাই উল্লেখ আছে হেদায়া কিতাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

যদিও এমন করাটা যায়েজ। তবে বিনা কারনে এই রকম করাটা উচিত নয়।কেননা কুরানে মদকে হারাম করা হয়েছে। রাসুল সা বলেছেন:যার বেশি খেলে নেশার সৃষ্টি হয় তার কম খাওয়াও হারাম। সুতরাং যদিও মদকে পানিতে পরিনত করা হয় তবুও তার মদ্ধে মদের উপাদান বিদ্যমান থাকে।  মদের নেশা দূরিভুত করার পরেও যদি উহা খেলে কোনো ক্ষতি হয় তাহলে উহা খাওয়াও হারাম। রাসুল সা বলেছেন: তোমরা নিজেরাও ক্ষতিগ্রস্থ হবে না অপরকেও ক্ষতিগ্রস্থ করবে না। আল্লাহ বলেছেন: তোমরা নিজেরা নিজেদেরকে নিজেদের হাতে ধংশ করিও না।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ