শেয়ার করুন বন্ধুর সাথে
Unknown

Call
ইসলামি আইন অনুযায়ী পরকীয়ার শাস্তি মৃত্যুদণ্ড। সে হিসেবে আপনি এবং আপনার স্ত্রীর বড়বোন দুজনেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী।

কিন্তু আল্লাহ তায়ালা এও বলেছেন যে তিনি ক্ষমাশীল এবং দয়ালু, অশ্রুসিক্ত চোখে তার কাছে ক্ষমা চেয়ে তওবা করলে তিনি যেকোনো গুনাহ মাফ করে দিবেন। (কুরআন, 39:53 এবং 25:70)

সুতরাং আপনার এখন করণীয় হলো-
1- এই পাপ আর কক্ষনো করবেননা -এরকম দৃঢ় প্রতিজ্ঞা করা,
2- আপনার পাপের জন্য অন্তরের গভীর থেকে আফসোস করা,
3- আল্লাহর কাছে অশ্রুসিক্ত চোখে ক্ষমা চাওয়া।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

১. বর্তমানে যদি এই গোনাহ থেকে বিরত থাকেন। 


২. যদি অতিতের গুনাহের জন্যে অনুতপ্ত হয়ে থাকেন। 


৩. ভবিষ্যতে সে গুনাহ্ না করার দৃঢ় সংকল্প করে থাকেন


 তবে অবশ্যই আপনার তাওবা ঠিক মত হয়েছে । আর  


কোরআন হাদিসে এমন অপরাধের জন্য 


এমন তাওবার কথাই বলা হয়েছে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ