শেয়ার করুন বন্ধুর সাথে

→ সর্বপ্রথম একটা স্টুডেন্ট একাউন্ট খুলবেন। . → বিস্তারিত জানতে এটা দেখুন :কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় Student Account খুলবেন? . ১। প্রথমে www.nu.edu.bd এই ওয়েবসাইট এ যান এবং ন্যাভিগেশন মেনুর সবার ডানে Services মেনু থেকে Student Login এ ক্লিক করুন। . ২।সেখানে গেলে লগইন পেজ ওপেন হবে। এর ঠিক নিচে Student Registration অপসন আছে। ঐখান এ ক্লিক করুন। . ৩।এখন রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে। আপনি সঠিক ভাবে আপনার কোর্স এর নাম, সেশন এবং রেজিস্ট্রেশন নম্বর গুলো দিবেন। . ৪। এর পর কনফার্মেশন পেজ আসবে। সেখানে আপনি তথ্যগুলো ঠিক আছে কিনা দেখবেন। যদি ভুউল হয় Try Again এ ক্লিক করবেন। আর ঠিক থাকলে সব Proceed এ ক্লিক করুন। . ৫। এর পর আপনার বিস্তারিত তথ্য গুলো দিন। উল্লেক্ষ্য আপনার রেজিস্ট্রেশন নম্বর এ হলো আপনার ইউজার নেম। আপনি এই পেজ এ আপনার মোবাইল নম্বর , পাসওয়ার্ড, ইমেইল নেম ইত্যাদি তথ্য প্রদান করবেন।এবং Save বাটন এ ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করবেন। এর পর Student Login এ আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড প্রদান করে একাউন্ট এ প্রবেশ করবেন। . . # একাউন্ট_খোলার_পর . ১। স্টুডেন্ট একাউন্ট খোলা হয়ে গেলে আসল কাজ শুরু,প্রথমে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার(এখানে ইউজার নেম হিসেবে ধরা হবে ) এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। . ২। হাতের বাম পাশে একটা সাইড বার দেখতে পাবেন। (নিচে ছবি দেয়া আছে) ঐখান থেকে 'Academic services' এ ক্লিক করুন এবং 'Academic services' নাম এ আরেকটি অপসন আছে ঐটাই ক্লিক করুন। . ৩। এরপর Academic Services For Student এর লিস্ট আসবে। ঐখান থেকে Admission Cancel(AC) এ ক্লিক দিবেন। . ৪। এখন একটি ফর্ম আসবে। → বিস্তারিত : . ®® File Attachmentএ আপনি আপনার ভর্তি বাতিলের জন্য আবেদন পত্রের ওয়ার্ড অর পিডিএফ ফাইল তা আপলোড করবেন। . → Reason এর ঘর এ কারণ দর্শাবেন। . → এখন Proceed এ ক্লিক করুন . → ৭০০ টাকা দিতে হবে এর জন্য। কলেজ অনেক সময় কিছু বেশি নিতে পারে যাতায়াত খরচ বাবদ।বাকি আর তেমন র কোনো কাজ নাই!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ