বেসরকারিতে BBA  ও  CSE এর ভিতর কোনটির মান বেশি।

দয়া করে বলবেন আমি science  থেকে এইচ এস সি পাশ করেছি তাই কোনটি করলে ভালো হবে।


Share with your friends
Unknown

Call

দুইটির ক্ষেত্র সম্পূর্ণ আলাদা, তাই এদের মাঝে তুলনা করা অমূলক।

পদার্থ এবং গণিত সহজ মনে হলে CSE সিলেক্ট করতে পারেন। Again, আপনার ইচ্ছার উপর জোর দিন, স্ব স্ব ক্ষেত্রে দুটি সাবজেক্টই ভালো।

Talk Doctor Online in Bissoy App
rakib20

Call

সাইন্স থেকে HSC পাশ করেছেন যখন তাহলে CSE পড়লেই

আপনার ভালো হবে ।  আপনি ভালো ইঞ্জিনিয়ার  হতে পারবেন ।


Talk Doctor Online in Bissoy App

আপনি যেহেতু বিজ্ঞান থেকে পাশ করেছেন আপনার জন্য সিএসই ভালো হবে। বিবিএ তে আপনার জন্য রেজাল্ট ভালো করা কঠিন হবে। যারা ব্যবসায় শিক্ষা থেকে পাশ করেছে তাদের জন্য বিবিএ ঠিক আছে। আর এখন সিএসই-এর চাহিদা ভালো। 

Talk Doctor Online in Bissoy App