blochemic kaliphos-12x ঔষুধ এর কাজ কি বা এই homoeopathic ঔষুধ খেলে কি কি রোগ থেকে মুক্তি পাওয়া যায় বা প্রতিরোধ করা যায়??? বিশেষজ্ঞরা বলবেন দয়া করে???


Share with your friends

হোমিওপ্যাথিক কেলি ফস বায়োকেমিক ঔষধ সম্পর্কে আমার ২ বছরের অভিজ্ঞতার আলোকে কিছু কথাঃ

@ এর প্রথম কথাই হলো - অবসন্নতা । দেহের অবসন্নতা অথবা মনের অবসন্নতা , যে কোনো অবসন্নতা ।
@ উত্তেজনা , অতি পরিশ্রম (শারীরিক বা মানসিক ) ও মনে কষ্ট , প্রেমে ছ্যাকা খেয়ে যে সকল সমস্যার তৈরি হয় । 
@ সারা রাত জেগে পড়ালেখার ফলে মাথা ব্যাথা , চোখে ব্যাথা বা যে কোনো সমস্যা ।
@জিহবা উপরে হলদে লেপ , দেখতে ঠিক সরিষা গোলার মত । 
@যে কোনো স্রাব হলুদ , কমলা রংয়ের
@ রোগের বৃদ্ধিঃ পরিশ্রম , শীতলতায় , একদম সকাল বেলায় ।
@ রোগের হ্রাসঃ গরমে , বিশ্রামে ।

উপরোক্ত লক্ষন সাপেক্ষে নিম্নলিখিত রোগের কাজ করেঃ
@ মানসিক পীড়া , হিস্টিরিয়া
@ অতিরিক্ত হস্তমৈথুন জনিত পীড়া
@ অতিরিক্ত রাত্রি জাগার কারনে পীড়া 
@ অতিরিক্ত শুক্রক্ষয় জনিত যৌন অক্ষমতা 
@স্নায়বিক দুর্বলতা 
@ প্যারালাইসিস
@ উত্তেজিত , খিটখিটে , উদ্বিগ্ন , সন্দিগ্ন রোগী
@ ডিপ্রেশন / মন খারাপ / কিচ্ছু ভাল্লাগেনা 
@ ছাত্রদের মাথা ব্যাথা
@ কঠিন রোগে ভোগার পর স্মৃতি, দৃষ্টি শক্তি, যৌন শক্তি হ্রাস 
@ বুড়ো লোকদের সামান্য শব্দে কানে ব্যাথা ।
@ অসহ্য যন্ত্রনাযুক্ত একজিমা ।

একটি মহাজন বানীঃ আমরা যদি কেলি ফসের ব্যবহার জানতাম তাহলে রাস্তায় এত পাগল থাকতো না । পাগলা গারদের সংখ্যা কমে যেতো !!

ব্যবহৃত শক্তিঃ 6X , 30X , 200 X

Talk Doctor Online in Bissoy App