জিডি আর বোর্ড ফি কত টাকা লাগবে? ১ বছর আগে হারাইছে সেই ক্ষেত্রেও কি পেপারিং করতে হবে? শুধু জিডির কাগজটা নিয়ে বোর্ডে গেলে হবেনা?
Share with your friends
asifulhaque

Call

অনলাইন থেকে দ্বিনকল ফর্ম প্রিন্ট দিতে হবে। জিডি করে তারপর পেপারে বিজ্ঞপ্তি দিতে হবে। তারপর স্কুলের সিলসহ এটাস্টেড করতে হবে ছবিসহ। এরপর ব্যাংকে টাকা জমা দিতে হবে ( রেজির জন্য ১৫৮ টাকা, এডমিটের জন্য ৫৫৮ টাকা)।  এরপর ফর্ম ও টাকা জমার রশিদ শিক্ষা অধিদফতর এ জমা দিতে হবে। ১ সপ্তাহের মধ্যে এডমিট পাবেন, কিন্তু রেজি পেতে ১/১.৫ মাস লাগবে।

জিডি করতে ১০০/২০০ টাকা & পেপারে বিজ্ঞাপন দিতে ৪০০/৫০০ টাকা লাগবে। পল্টন / মতিঝিলে বিভিন্ন মিডিয়া একসাথে পেপারে বিজ্ঞপ্তি ও জিডির কাজ করে থাকে। 

Talk Doctor Online in Bissoy App