বার্নারের অনুজ্জ্বল শিখায় উত্তপ্ত ধাতব পরমাণু শিখা থেকে প্রয়োজনীয় তরঙ্গদৈর্ঘের আলো শোষণ করে এবং ঐ শোষিত শক্তি বিকিরিত হয়ে শিখায় বিশেষ বর্ণের আলো সৃষ্টি করে এটাই শিখা পরীক্ষা

শিখা পরীক্ষা HCl  ব্যবহার করলে তা লবণের সাথে বিক্রিয়া করে ধাতুর সাথে Cl2 এর লবণ তৈরি করে.Cl এর লবণ উদ্বায়ী.এটি শিখার তাপে বাষ্পে পরিণত হয়.ফলে তাদের যোজ্যতা স্তরের ইলেক্ট্রন শিখার তাপ শোষণ করে নিম্ন থেকে উচ্চ শক্তিস্তরে যায়,কিছুক্ষণ পর আবার ফিরে আসে নিম্ন শক্তিস্তরে.ফলে সেখানে বর্ণালি সৃষ্টি হয়,যা আমাদের চোখে পড়ে.

এজন্য শিখা পরীক্ষায় HCl ব্যবহৃত হয়

Talk Doctor Online in Bissoy App
Call

শিখা পরীক্ষায় মূলত বিভিন্ন লবণের ধাতব মূলক শনাক্ত করা হয় অর্থাৎ বিভিন্ন লবণের ক্যাটায়ন শনাক্ত করণ করা হয়।।HCl ধাতব লবণের সাথে বিক্রিয়া করে উদ্বায়ী ধাতব ক্লোরাইড উৎপন্ন করে ।দ্বীপ শিখার তাপে উদ্বায়ী ধাতব ক্লোরাইড বাষ্পীভূত হয়।তখন ধাতব আয়ন দ্বীপ শিখা থেকে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বর্ণ শোষণ করে।যার ফলে দ্বীপ শিখায় দৃশ্যমান আলোর বিভিন্ন বর্ণালি সৃষ্টি হয়।

Talk Doctor Online in Bissoy App