আমি জানতে চাই, ফেসবুক একাউন্ট এ followers সবসময় দৃশ্যমান থাকে না কেন।


Share with your friends
ArfanAli

Call

আপনার বয়স যদি ১৮ হয় তাহলেও কেবল মাত্র আপনার profile এ Follw লেখা টা সবসময় দূশ্যমান থাকবে, তবে সেটিং করে নিতে হবে। ফেসবুকে বয়স ১৮ হলে নিম্নক্ত উপায়ে সেটিং করবেন। প্রথমে setting & privacy তে যাবেন। তারপর public post এ ক্লিক করবেন। তারপর who can follow me এটাতে ক্লিক করে Public করে দিবেন তাহলে আপনার profile এ ফ্লো অপশনটা চালু হয়ে যাবে

Talk Doctor Online in Bissoy App
Sawan

Call

আপনি চাইলে ফলোয়ার সংখ্যা দৃশ্যমান করে রাখতে পারেন। এ জন্য প্রথমে আপনাকে আপনার প্রোফাইলে যেতে হবে, তারপর বিস্তারিত  তথ্যের পাশে একটা এডিট অপশন আছে ওখান থেকে ফলোড বাই একটা অপশন আছে সবার শেষে ওটাতে টিক মার্ক করুন। তাহলেই হবে। 

Talk Doctor Online in Bissoy App