গাজীপুর থেকে ঢাকা রেল ইট্রেশনে বাসের রাস্তায় কিভাবে জাবো
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আমি এই বিষয়ে খুব ভাল একটা জানি না, তবে আমি একদিন যেভাবে গিয়েছিলাম ঠিক সেইভাবে উত্তর দিচ্ছি। আমি গাজিপুর চৌরাস্তায় "অনাবিল" গাড়িতে উঠেছিলাম। (সম্ভবত অনাবিল গাড়ি সরাসরি ঢাকা স্টেশন বা কমলাপুর স্টেশনে যায়, আপনি জিজ্ঞাসা করে নিতে পারেন) তার পর "হাতির ঝিল" এ নেমেছিলাম (কাজ ছিল বলে). কাজ সেরে "তুরাগ" পরিবহনে উঠেছিলাম কমলাপুর যাবো বলে। আমি নেমেছিলাম কমলাপুর স্টেশনের অপজিটে, মানে "বৌদ্ধ মন্দিরে"। ওখানে ফুটওভার ব্রীজ পার হয়ে স্টেশন পাবেন। ফুটওভার ব্রীজ পার হতে ৩ মিনিটের মত সময় লাগবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ