opera mini এ offline এ পড়ার জন্য অনেক ওয়েবপেজ সেভ করে রেখেছি। এখন যদি কোন কারণে opera mini uninstall করি তবে সব ডিলিট হয়ে যাবে। আমি এগুলো opera mini থেকে pdf অথবা html আকারে মেমোরি কার্ডে সেভ করে রাখতে চাই। এমন কোন উপায় আছ?? আর একটা কথা অনেক পেজ আছে যাদের website থেকে ডিলিট করা হয়েছে কিন্তু আমার opera mini তে সেভ করা আছে। তাই অনেক app আছে, যা দিয়ে webpage সরাসরি pdf এ পরিনত করা যায়। আমি এমনটা চাইছি না। আমি চাই opera mini এর save page থেকে page গুলো pdf / html এ মেমোরিতে সেভ করতে?
Share with your friends

এটা samsung সেট এ করতে পারবেন।samsung সেট হলে আপনি সব পেইজ গুলো pdf আকারে load করে নিতে পারবেন

Talk Doctor Online in Bissoy App